উত্তরে বাড়বে শীত, উপকূলে হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি

শীতের সকালে ঘন কুয়াশা ভেদ করে শরীরচর্চা ও হাঁটাহাঁটি করছেন কয়েকজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীপাড়ের মুক্ত মঞ্চে
ছবি: তাফসিলুল আজিজ

দেশের আকাশ থেকে মেঘ ধীরে ধীরে সরে যাচ্ছে। উত্তরাঞ্চলের আকাশে মেঘ আর নেই। ফলে ওই অঞ্চলের তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।

মেঘ সরে যাওয়ায় আগামীকাল শুক্রবারের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে ঢাকা থেকে শুরু করে উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকার আকাশে এখনো মেঘ রয়ে গেছে। আগামী দুই দিন ওই মেঘ থাকতে পারে। তবে রোববার থেকে দেশের বেশির ভাগ এলাকা থেকে মেঘ সরে গিয়ে শীত কিছুটা বাড়তে পারে।

এদিকে আজ বৃহস্পতিবার দেশের বেশির ভাগ এলাকার আকাশ ছিল মেঘে ঢাকা। ফলে শীতের হিমেল বাতাস বইতে পারেনি। ভারী মেঘে বাধা পেয়ে শীতের বাতাস আসতে না পারায় দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বেড়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। অর্থাৎ দেশের সংশ্লিষ্ট এলাকায় প্রায় গ্রীষ্মের গরম পড়ে। রাজধানীসহ দেশের অন্যান্য এলাকাতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, দেশের উত্তরাঞ্চল থেকে মেঘ সরে যাওয়ায় সেখানে শীতল বাতাস আসা শুরু করেছে। তবে সারা দেশ থেকে মেঘ সরতে আরও দু–এক দিন লাগবে। মেঘ সরে যাওয়ার পর শীত বাড়তে থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকালের জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় হালকা ও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যত্র তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।