নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব গতকাল বৃহস্পতিবার তাদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এরপর ক্লাব চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বেলা সাড়ে ১১টায় ডিন্স কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোত্তালিব হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহ-উপাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|