উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবি

২১ দফা দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা নাগরিক কমিটি। জেলা প্রশাসক অফিস–সংলগ্ন সড়ক,  সাতক্ষীরা, ৩১ মে বেলা ১১টা
ছবি: প্রথম আলো

‘উপকূল রক্ষায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ চাই’ স্লোগানে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ২১ দফা দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক অফিস–সংলগ্ন সড়কের ওপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই মানুষ মানববন্ধনে অংশ নিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হন।

বক্তারা বলেন, প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের নামে দুর্নীতির মাধ্যমে কয়েক শ কোটি টাকা লুটপাট হয়। উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে চলে সীমাহীন দুর্নীতি। এসব দুর্নীতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীরা। সরকার গত ৯ বছরে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু তার সুফল উপকূলীয় মানুষ পায়নি। বাঁধা হয়নি উপকূলীয় বাঁধ। সাতক্ষীরার উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে সরকার কয়েক শ কোটি টাকা বরাদ্দ দিলেও পাউবোর সীমাহীন দুর্নীতির কারণে সেসব বাঁধ সংস্কার হয়নি। সে কারণে প্রতিবছর লাখ লাখ মানুষ উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায়। চরম দুর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করে দক্ষিণ জনপদের কয়েক লাখ মানুষ। শুধু তাই নয়, স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করেন আর বিল তুলে নেন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, সরকার বরাদ্দ দিয়ে পাউবোর ঠিকাদার নিয়োগ করে। সেই ঠিকাদার কাজ না করে অপেক্ষা করতে থাকেন আরও একটি প্রাকৃতিক দুর্যোগের। দুর্যোগের পরে ওই ঠিকাদার বলেন, কাজ তো করেছিলাম কিন্তু সব ভেসে গেছে জলোচ্ছ্বাসে। এভাবে প্রতিবারই কাজ না করে বিল তুলে নেওয়ার অভিযোগ ওঠে। সিডর, আইলা, বুলবুল, মহাসেন, ফণী, আম্পান, ইয়াসের মতো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়াই করে উপকূলের মানুষ টিকে রয়েছে। প্রতিবছর প্রায় ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে অন্যত্র চলে যাচ্ছে। ত্রাণের নামে চলে চরম দুর্নীতি। কখনো কখনো ত্রাণের যে তালিকা করা হয়, তার চেয়েও কম মানুষ ওই এলাকায় বসবাস করে। একটি বিশেষ মহলের দ্বারা বলানো হয় ‘আমরা ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই।’ ত্রাণও চাই, টেকসই বেড়িবাঁধও চাই। উপকূল রক্ষা করতে হলে টেকসই বেড়িবাঁধের কোনো বিকল্প নেই।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্যসচিব আজাদ হোসেন, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান, জেলা পানি কমিটির সভাপতি আশেক-ই-এলাহী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, বেসরকারি সংস্থার উত্তরের প্রতিনিধি মুনিরউদ্দিন, সুশীলনের দেবরঞ্জন বিশ্বাস। মানববন্ধনে সঞ্চালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান।