উবারের পার্সেল ডেলিভারি সেবা 'উবার কানেক্ট' চালু

কোনো পণ্য কোথাও পাঠাতে বা গ্রহণ করতে রাইড শেয়ারিং সেবা উবার চালু করেছে পার্সেল ডেলিভারি সেবা ‘উবার কানেক্ট’। এ ছাড়া প্রয়োজনে কোনো দোকান থেকে বিভিন্ন পণ্যও অর্ডার করা যাবে। এ সেবা শুধু রাজধানীবাসীর জন্য।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে উবার জানায়, করোনাভাইরাস মোকাবিলায় আজ ১৬ জুন থেকে তাদের এ সেবা চালু হয়েছে। উবার কানেক্টে সব পার্সেল হবে দুই চাকার গাড়িতে বহনযোগ্য এবং ওজন ৫ কেজির বেশি হওয়া যাবে না। পণ্য ভালোভাবে সিল করা থাকবে। কোনো ধরনের নিষিদ্ধ পণ্য, যেমন অ্যালকোহল, মাদকদ্রব্য ও বিপজ্জনক বা অবৈধ জিনিস পাঠানো যাবে না।

উবার জানায়, উবার অ্যাপেই পিকআপ ও ডেলিভারি ঠিকানা দেওয়ার পরে অ্যাপে উবার রাইডের অপশনগুলোর মধ্যে নতুন অপশন হিসেবে ‘উবার কানেক্ট’ দেখা যাবে। এই ডেলিভারি সার্ভিসটি শুধু পার্সেল পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যাত্রী পরিবহনের জন্য নয়। রাইডশেয়ারিং এর ট্রিপগুলোর মতোই গ্রাহকেরা পার্সেল পিকআপ থেকে শুরু করে পণ্য রাস্তায় থাকার সময় এবং ডেলিভারি পাওয়া পর্যন্ত ট্রিপের অগ্রগতি পুরোটাই পর্যবেক্ষণ করতে পারবেন। গ্রাহকেরা প্রাপকের সঙ্গেও পার্সেলের ডেলিভারি স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।

বাংলাদেশ ও পূর্ব ভারতের উবারপ্রধান রাতুল ঘোষ বলেন, ‘এই সংকটের সময় ঘরে থেকেই গ্রাহক তাঁদের বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনকে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে বা গ্রহণ করতে—এমনকি দোকান থেকে বিভিন্ন পণ্য অর্ডারও করতে পারবেন। এই সংকটপূর্ণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা আমাদের প্ল্যাটফর্মটিকে যেভাবে প্রয়োজনের সঙ্গে সঙ্গে হালনাগাদ করেছি, তারই এক উৎকৃষ্ট উদাহরণ উবার কানেক্ট। এটি আমাদের চালকদের নতুন উপার্জনের সুযোগ করে দেওয়ার চলমান প্রয়াসেরও একটি অংশ।’