উল্টো রথযাত্রা উদ্যাপন
জঙ্গি হামলার আশঙ্কা ও নানা জল্পনা-কল্পনার মধ্যেই আজ সোমবার দেশজুড়ে পালিত হলো উল্টো রথযাত্রা উৎসব। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শেষ হলো। উল্টো রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। এসব শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বীরা নেচে-গেয়ে দিনটি উদ্যাপন করেন। অনেকে হিন্দু পুরাণের নানা চরিত্রের বেশে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল রথে থাকা মাধব প্রতিমা। ছবিগুলো সোমবার তোলা।






