একনজরে
মাদকদ্রব্য ধ্বংসদিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে এসব ধ্বংস করা হয়। নওগাঁর ধামইরহাট থেকে দিনাজপুরের হিলি পর্যন্ত ৭২ কিলোমিটার সীমান্ত দিয়ে অবৈধ পথে আসার সময় বিজিবির সদস্যরা এসব মাদকদ্রব্য আটক করে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল কাজী শওকত আলম। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিদলিল হস্তান্তরভিটেবাড়ির দলিল পেলেন পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলী (৬৫)। তাঁর বাড়ি সদর উপজেলার মধুপাড়াগ্রাম। জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া রোববার সকালে তাঁর দপ্তরে এই মুক্তিযোদ্ধার হাতে জমির দলিল তুলে দেন। ভূমিহীন এই মুক্তিযোদ্ধা তিন বছর আগে সদর উপজেলার অমখানা ইউনিয়নের বোয়ালমারী মৌজার ১৩ শতক খাসজমি বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেন। পঞ্চগড় প্রতিনিধিশতাধিক মুঠোফোনঅন্য দিনের তুলনায় গত রোববার কুষ্টিয়ায় বিভিন্ন মুঠোফোন কোম্পানির সেবা পয়েন্টগুলোতে বেশ ভিড় ছিল। কারণ বেশির ভাগ গ্রাহকেরই সিমসহ মুঠোফোন হারিয়ে গেছে। গ্রাহকেরা জানান, শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির জনসভা থেকে এসব মুঠোফোন খোয়া যায়। মুঠোফোন খোয়ার তালিকা থেকে বাদ পড়েননি পুলিশ ও সাংবাদিকেরা। কুষ্টিয়া অফিসসাক্ষাৎকার কুুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় এ ইউনিটে মেধাতালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের সাক্ষাৎকার আগামী ১১-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ কার্যালয়ে সকাল নয়টা থেকে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিযুবক গ্রেপ্তারকুমিল্লার লাকসাম উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ শাহিন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পৌর শহরের চাঁদপুর রেলগেট এলাকা থেকে পুলিশ গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খান বলেন, শাহিন মিয়া এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গতকাল সোমবার তাঁকে জেলা বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।নেশাজাতীয় দ্রব্য জব্দব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ২০০টি মরফিন ইনজেকশন ও ২০ বোতল নেশাজাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গতকাল সোমবার দুপুরে ওই নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করে। র্যাবের উপসহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, মাদকের ওই চালান ঢাকায় পাঠানো হচ্ছিল। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।