একাধিক মন্ত্রী চান ময়মনসিংহবাসী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর এবার মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ময়মনসিংহবাসী তাঁদের জেলার একাধিক সাংসদকে পূর্ণ মন্ত্রী করার দাবি জানিয়েছেন। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।

সাধারণ মানুষের দাবি, ময়মনসিংহ অঞ্চল মূলত আওয়ামী লীগের ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত। ২০০৮ সালের নির্বাচনে পর একদাশ সংসদ নির্বাচনে আবারও ময়মনসিংহের ১১টি আসনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের প্রার্থী সাংসদ নির্বাচিত হয়েছেন। ১১টি আসনের মধ্যে ৯টিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, আরও দুটি আসনে জয়ী হয়েছেন জাপার প্রার্থীরা। কিন্তু মন্ত্রিসভায় কখনো ময়মনসিংহের সাংসদেরা গুরুত্বপূর্ণ স্থান পান না। নতুন মন্ত্রিসভায় তাই ময়মনসিংহের একাধিক সাংসদকে পূর্ণ মন্ত্রী দেওয়ার দাবি জানাচ্ছেন ময়মনসিংহবাসী।

এলাকাবাসী যাঁদের মন্ত্রী করার দাবি জানাচ্ছেন তাঁরা হলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাংসদ মোসলেম উদ্দিন ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ রুহুল আমিন মাদানী।

গৌরীপুর উপজেলার কয়েকজন বাসিন্দা বলেন, নাজিম উদ্দিন আহমেদ প্রবীণ রাজনীতিবিদ। তিনি মুক্তিযুদ্ধ চলার সময় বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সভাপতি ছিলেন। টানা দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নাজিম উদ্দিন আহমেদকে নতুন মন্ত্রিসভায় দেখতে চান গৌরীপুরের সাধারণ মানুষ।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বিধু ভুষণ দাস বলেন, নাজিম উদ্দিন আহমেদ প্রবীণ ও ত্যাগী নেতা। তাঁকে নতুন মন্ত্রিসভায় স্থান দেওয়া হলে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ খুশি হবেন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাংসদ মোসলেম উদ্দিনকে নতুন মন্ত্রিসভায় দেখতে চান তাঁর এলাকার বাসিন্দারা। কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, মোসলেম উদ্দিন ১৯৭০ ও ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়াসহ মোট ছয়বার একই আসনে সাংসদ নির্বাচিত হয়েছেন। প্রবীণ এ আওয়ামী লীগের নেতাকে তাই মন্ত্রিত্ব দেওয়া মানুষের দাবি। ত্রিশাল আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রুহুল আমিন মাদানী। এ নেতাকেও নতুন মন্ত্রিসভায় দেখতে চান এলাকার মানুষ।