এবার ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের
তিন ভাইবোনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই রংপুর শহরের মধ্যে আবারও সড়ক দুর্ঘটনা ঘটল। এবার প্রাণ গেল এক তরুণের। নগরের পায়রা চত্বর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাকচাপায় ওই তরুণ নিহত হন।
তাঁর নাম আপন বাসফোর (২২)। তিনি নগরের জুম্মাপাড়া সুইপার কলোনির নাদিম বাসফোরের ছেলে। দুর্ঘটনার পরপর হরিজন সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করলে সেখানে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে পায়রা চত্বরের পাশে একটি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে। আপন বাসফোর নাশতা কিনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কৃষি উন্নয়ন করপোরেশনের একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর শুনে হরিজন সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পায়রা চত্বর এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সেখান দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে ট্রাকচালক খায়রুল আলমকে (৪৫) আটক করে। সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের দর্শনা মোড়ে দ্রুতগামী বাসের চাপায় তিন ভাইবোন প্রাণ হারায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, গতকালের দুর্ঘটনায় নিহত আপনের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।