এবার থানায় লিখিত অভিযোগ ছাত্রলীগের সেই নেত্রীর

ছাত্রলীগের লোগো

মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেত্রী ফাল্গুনী দাস সংগঠনের তিন নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে ৫ জানুয়ারি জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে চিঠি দেন৷

গত ২১ ডিসেম্বর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বঙ্গবন্ধু টাওয়ার এলাকায় মারধরের শিকার হন রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস৷ মারধরের ঘটনায় তাঁর অভিযোগ কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তার বিরুদ্ধে। সেদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহজালাল তাঁর মুঠোফোন ছিনতাই করেন বলেও অভিযোগ ফাল্গুনীর৷

ঘটনার পর অবশ্য বেনজীর ও জিয়াসমিন দাবি করেন, ‘বেয়াদবি’ করায় তাঁরা ফাল্গুনীকে ‘শাসন’ করেছেন৷ শাহজালালও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনার বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ২৮ ডিসেম্বর প্রথম আলোকে বলেছেন, ‘অভিযোগের সত্যতা মিলেছে। একটা কথাই বলব, এভাবে শাসন করাটা আসলে সমীচীন নয়।’ ছাত্রলীগ এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি৷

এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেন ফাল্গুনী দাস। এ বিষয়ে ফাল্গুনী প্রথম আলোকে বলেন, এজাহারে তিনি বেনজীর, জিয়াসমিন, শাহজালাল ছাড়াও এনামুল ও তানসেন নামে দুই ব্যক্তির নাম উল্লেখ করেছেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার প্রথম আলোকে জানান, এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। যাচাই-বাছাইয়ে সত্যতা পাওয়া গেলে লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে৷