এবার মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৪৫ গণমাধ্যমকর্মী

শিশু অধিকারবিষয়ক সংবাদ প্রকাশে অবদান রাখার জন্য এবার ৪৫ জন গণমাধ্যমকর্মী মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। এর মধ্যে ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রিন্ট মিডিয়ায় (প্রতিবেদন) প্রথম পুরস্কার পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের মো. রফিকুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন ইত্তেফাক-এর রাবেয়া বেগম ও লেটেস্টবিডিনিউজের জান্নাতুন নাঈম।
টেলিভিশন (প্রতিবেদন) শাখায় প্রথম পুরস্কার পেয়েছেন যমুনা টিভির এস এম নুরুজ্জামান, দ্বিতীয় বৈশাখী টিভির বিউটি রানী সমদ্দার এবং তৃতীয় পুরস্কার পান গাজী টিভির মহিউদ্দীন আহমেদ ও চ্যানেল ২৪-এর মাকসুদ-উন-নবী। রেডিও (প্রতিবেদন) শাখায় প্রথম পুরস্কার পেয়েছেন এবিসি রেডিওর শাহনাজ শারমীন ও বিবিসি বাংলার ফারহানা পারভিন, দ্বিতীয় পুরস্কার রেডিও ঝিনুকের সুমন পারভেজ ও তৃতীয় পুরস্কার পান বরেন্দ্র রেডিওর মো. মাহফুজুল হক ও রেডিও চিলমারীর হুমায়রা পারভিন।
এ ছাড়া বিভিন্ন শাখায় আরও ৩২ জন পুরস্কার পেয়েছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব গণমাধ্যমকর্মীর হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইউনিসেফের শুভেচ্ছাদূত জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনেত্রী আরিফা জামান মৌসুমী এবং ইউনিসেফ বাংলাদেশের সহকারী প্রধান লুইস ভনো। ইউনিসেফ ২০০৫ সাল থেকে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড দিয়ে আসছে। বিজ্ঞপ্তি।