‘ওভার নাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বিজ্ঞাপনটি বন্ধের নির্দেশ

‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভার নাইট বান্দরবান পাঠিয়ে দেব’ সংলাপযুক্ত বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে বলেছে সরকার। আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর গণমাধ্যমে চিঠি দিয়ে এই অনুরোধ করেছে।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই বিজ্ঞাপন বন্ধের সুপারিশ করেছিল।

এই বিজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত প্রভৃতি চিহ্নিত হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর উদ্যোগ নিতে বলেছিল কমিটি।

তারই পরিপ্রেক্ষিতে তথ্য অধিদপ্তর বিজ্ঞাপনটি বন্ধের অনুরোধ করল। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।