ওস্তাদ শাহাদাত হোসেন খানের জন্মবার্ষিকীতে হবে লাইভ সঙ্গীতানুষ্ঠান

সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খান

প্রয়াত সরোদবাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে লাইভ সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় এই অনুষ্ঠানে খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।  
ছয় মাস আগে পৃথিবী থেকে বিদায় নেওয়া ওস্তাদ শাহাদাত হোসেন খানের সংগীত সাধনার পরম্পরা রক্ষায় সম্প্রতি গঠিত হয়েছে ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকেই প্রথমবারের মতো এই সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

ওস্তাদ শাহাদাত হোসেন খান

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওস্তাদ শাহাদাত হোসেন খানের মরণোত্তর এই জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সংগীত পরিবেশনা ও কথামালার এই লাইভ ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। https://fb.me/e/1R7rn2HZK– লিঙ্কে গিয়ে অনুষ্ঠানটি দেখা যাবে।

এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান সরোদবাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ আশীষ খান। অন্যদের মধ্যে ওস্তাদ ইউসুফ খান (তবলা), আফসানা খান (সেতার), রুখসানা খান (সরোদ), সিরাজ আলী খান (সরোদ), জাকির হোসেন (তবলা), তানিম হায়াত খান রাজিত (সরোদ) তাঁদের পরিবেশনা নিয়ে হাজির হবেন।

এ ছাড়া ওস্তাদ শাহাদাত হোসেন খানের শিষ্য ও পরবর্তী প্রজন্মের শিল্পীদের মধ্যে পারভেজ খান (সরোদ), মুরসালিন হিমু (সেতার), খাজা মো. মাসুম বিল্লাহ (বাঁশি), পৃথুল অর্ণব (সরোদ) পরিবেশনায় অংশ নেবেন। কথামালায় অংশ নেবেন ওস্তাদ আশীষ খান, কবি আলফ্রেড খোকন, সেতারবাদক অধ্যাপক রিনাত ফৌজিয়া ও মনিরুল ইসলাম।