ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলের জামিন

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় করা এক মামলায় জামিন পেয়েছেন ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে। আজ সোমবার হাইকোর্ট থেকে তিন সপ্তাহের আগাম জামিন পান তাঁরা।

ভয়াবহ ওই আগুনে নিহত এক ব্যক্তির ছেলে মো. আসিফ ২১ ফেব্রুয়ারি ওই দুজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন মো. হাসান ও মো. সোহেল।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের তিন সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। হাইকোর্ট আদেশে বলেন, ওই সময়ের মধ্যেই দুজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করতে হবে।

এর আগে আসামিরা আজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার।

দুই আসামির তিন সপ্তাহের আগাম জামিনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার। তিনি বলেন, এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ ওই আগুনে ৭১ জন নিহত হন।