কটিয়াদীতে কাভার্ডভ্যানের চাপায় যুবদল নেতা নিহত

কটিয়াদীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আজ শনিবার যুবদল নেতা হাবিবুর রহমান নিহত হয়েছেন। ছবি: প্রথম আলো
কটিয়াদীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আজ শনিবার যুবদল নেতা হাবিবুর রহমান নিহত হয়েছেন। ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী সুরভি আক্তার গুরুতর আহত হন। আজ শনিবার সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কটিয়াদীর আচমিতা এলাকায় কাভার্ডভ্যান হাবিবুরের মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর-সুরভি দম্পতি মোটরসাইকেল আরোহী ছিলেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, হাবিবুর রহমানের বাড়ি কটিয়াদী পৌর শহরের ভোগপাড়ায়। তাঁর স্ত্রী একই উপজেলার ঘাগইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সকালে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে এই দম্পতি কটিয়াদীতে ফিরছিলেন। সকাল সাড়ে আটটার দিকে আচমিতা এলাকায় কিশোরগঞ্জগামী কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে যাওয়ার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছু সময়ের মধ্যে হাবিবুরের মৃত্যু হয়। পরে সুরভি আক্তারকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন দুর্ঘটনায় হাবিবুরের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।