কটিয়াদীর উপজেলা চেয়ারম্যান কোভিডে আক্রান্ত

মো. মোশতাকসংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশতাক কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পর্ষদেরও নির্বাহী সদস্য।

আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভির হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, মোশতাকের শরীরে করোনার দৃশ্যমান কোনো উপসর্গ ছিল না। তবে গত শুক্রবার থেকে তিনি শারীরিকভাবে দুর্বল অনুভব করছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই দিনই তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরদিন শনিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য তাঁর নমুনা দেওয়া হয়। গতকাল সোমবার এ পরীক্ষার ফলাফলে তাঁর পজিটিভ প্রতিবেদন আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভির হোসেন বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশতাকের নমুনা পরীক্ষা ঢাকায় হয়েছে। এ কারণে এ-সংক্রান্ত কোনো তথ্য আমাদের নথিতে নেই। তবে তাঁর সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছি।’