কবি আবু জাফর ওবায়দুল্লাহর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

আবু জাফর ওবায়দুল্লাহ
আবু জাফর ওবায়দুল্লাহ

কিংবদন্তির কবি আবু জাফর ওবায়দুল্লাহর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। সাহিত্যকর্মে অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ও বাংলা একাডেমি পদক পাওয়া এই কবির জন্ম বরিশালে, ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি। বাক্য ভাবনা-নির্মাণে তাঁর মৌলিকত্ব তাঁকে অন্য কবিদের থেকে পৃথক করেছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে সাতনরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তীর কথা বলছি, সহিষ্ণু প্রতীক্ষা, বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, আমার সকল কথা ও খাঁচার ভিতর অচিন পাখি অন্যতম। বিজ্ঞপ্তি।