কবিতা-নাটকে বুদ্ধিজীবীদের স্মরণ
শত্রুর পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে। শুধু আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা বাকি। এমন সময় বাঙালি জাতিকে মেধাশূন্য করতে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যার ঘৃণ্য পরিকল্পনা করল পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। একটি কাদামাখা মাইক্রোবাস ঘুরে বেড়াল সারা শহর। সেই মাইক্রোবাসে করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তুলে নিয়ে আসা হলো রায়েরবাজারে। সেখানে ঘাতকদের হাতে নিহত হলেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, মুনীর চৌধুরী, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, সেলিনা পারভীন প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবীদের হত্যার প্রেক্ষাপটে রচিত ‘কাদামাখা মাইক্রোবাস’ নাটকটি আজ সোমবার সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে এভাবে মঞ্চায়ন করে চট্টগ্রামের নাট্য সংগঠন থিয়েটার জয় বাংলা।
নাটকটির নির্দেশক সাহিদ এমরান বলেন, বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের প্রতিবাদস্বরূপ এই নাটক। নাটকের মাধ্যমে শহীদদের অবদানকে তুলে ধরা হয়েছে। ২০১৪ সাল থেকে প্রতিবছর রায়েরবাজারে এই নাটক মঞ্চায়ন হয়ে আসছে।
করোনাকাল। তার ওপর শীতের আবহ। তবু ভোরের আলো ফোটার পরপরই মাস্ক পরে রায়েরবাজার স্মৃতিসৌধে আসতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সাধারণ মানুষের ঢল। শহীদ বেদিতে ফুল দিতে আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল নয়টার দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে কবিতাপাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। আবৃত্তিশিল্পী গোলাম সরোয়ার আবৃত্তি করেন ফজল শাহাবুদ্দিনের কবিতা ‘এপ্রিলের একটি দিন, ১৯৭১’। প্রথম নারী শহীদ মেহেরুন্নেছাকে নিয়ে মীর বরকত আবৃত্তি করেন স্বরচিত ‘অমর প্রাণ নারী এক’ কবিতাটি। লায়লা আফরোজ আবৃত্তি করেন শামসুর রাহমানের বিখ্যাত কবিতা ‘অভিশাপ দিচ্ছি’।
নায়লা তারান্নুম চৌধুরী সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের একটি অংশ পড়ে শোনান। দেশাত্মবোধক গান পরিবেশন করেন মাইনুল আহসান, শীলা দেবী ও জাকির হোসেন।
বেলা গড়িয়ে দুপুর হয়। মৌলবাদ ও একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখর স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ বজ্রকণ্ঠে আবৃত্তি করেন রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’ ও সিকান্দার আবু জাফরের ‘বাংলা ছাড়ো’কবিতা দুটি। সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে সবার কণ্ঠে। শহীদ বুদ্ধিজীবী হত্যার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে হাজারো কণ্ঠ।