করোনাকালে ১,২৭৫ জনকে আইনি সেবা দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড

করোনার সময়েও থেমে নেই সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কার্যক্রম। গত ৬ মাসে ১ হাজার ২৭৫ জনকে আইনি পরামর্শ ও সেবা দিয়েছে কমিটিটি। সেবাগ্রহীতাদের মধ্যে ৩৫৪ জন নারী ও ৯২১ পুরুষ।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ের সমন্বয়ক রিপন পৌল স্কু আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তাঁর তথ্যমতে, গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ৩৩টি মামলার নিষ্পত্তি হয়েছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে কমিটিটি।

রিপন পৌল স্কু প্রথম আলোকে বলেন, করোনা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে দেশে প্রথমবারের মতো ভার্চ্যুয়াল কোর্ট চালু হয়। এর পরপরই গত বছরের ১ জুন থেকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস প্যানেল আইনজীবীদের নিয়ে সরকারি আইনি সেবা অব্যাহত রেখেছে। স্বাস্থ্যবিধি মেনেই এই কার্যক্রম চলেছে। ৫৪টি মামলায় আইনজীবী নিয়োগ করে অসহায় বিচারপ্রার্থীদের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সহায়তাও করা হয়েছে এই সময়ে।