করোনাযোদ্ধাদের জন্য ডাবর হানির বিশেষ উদ্যোগ

কয়েক শ পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের মধ্যে ডাবর হানির পক্ষ থেকে খাদ্য উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়
ছবি: সংগৃহীত

উপহারের ব্যাগটি হাতে পেতেই দুচোখ জলে ভিজে যায় সুফিয়া বেগমের। ব্যাগটি নিয়ে একটু সরে যাওয়ার পরও তাঁর আনন্দাশ্রু থামছে না।


নিজের অনুভূতি জানাতে গিয়ে কান্নাভেজা কণ্ঠে গুলশান এলাকার পরিচ্ছন্নতাকর্মী সুফিয়া বেগম বলেন, ‘করোনার সময় সবাই ঘরে ছিল। কিন্তু আমরা ঘরে থাকিনি। প্রতিদিন কাকডাকা ভোরে বের হয়ে যেতাম কাজে। করোনার সময় শহরটাকে আমরা যদি পরিষ্কার না করি, তাহলে তো শহরটাও মানুষের মতো অসুস্থ হয়ে যাবে। করোনার সময়ও আমাদের কথা কেউ ভাবত না। আজ উপহার পেয়ে খুব ভালো লাগছে।’


শুধু সুফিয়া বেগম একাই নন, গত ১৬ জুলাই বারিধারা, গুলশান ও বনানী এলাকায় এবং ১৭ জুলাই উত্তরা এলাকায় ছয় শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের মধ্যে ডাবর হানির পক্ষ থেকে দুই সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

সম্মান জানানো
করোনার সময় একটু বেশি ভালো থাকার জন্য সবাই ঘরে প্রিয়জনের কাছে থেকেছে। কিন্তু জরুরি প্রয়োজনের পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন দেশের মানুষকে আরও ভালো রাখার জন্য।


পুলিশ সদস্য রাজিব আহমেদ বলেন, ‘নিজের জীবনের চেয়ে আপন কিছু নেই। সেই জীবনকে তুচ্ছ করে আমরা কাজ করছি প্রতিদিন। ২৪ ঘণ্টা আগে যে সহকর্মী আমার পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছেন, তাঁর আক্রান্ত হওয়ার কথা শুনতে পেয়েছি পরের দিন দায়িত্ব পালনরত অবস্থাতেই। কিন্তু ভয় পাইনি। দায়িত্ব পালন করেছি দেশের কথা, মানুষের কথা চিন্তা করে।’

এমন সব ভয়হীন মানুষকে সম্মান জানাতে ডাবর হানি এগিয়ে এসেছে। হাসপাতালে একসঙ্গে দায়িত্ব পালনের পরের দিনই অনেকে শুনেছে সহকর্মীর মৃত্যুর খবর। কিন্তু তাতেও দমে যাননি চিকিৎসক, নার্স কিংবা কোনো স্বাস্থ্যকর্মী। নতুন উদ্যমে সেবা করেছেন অসুস্থ মানুষের। করোনার এমন সম্মুখসারির যোদ্ধাদের সম্মান জানানোর জন্য ছিল ডাবর হানির বিশেষ উদ্যোগ।

স্পেশাল প্যাক শ্রদ্ধা
প্রতিনিয়ত নিজের জীবন ঝুঁকিতে রেখে অন্যকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, ব্যাংকার, সংবাদকর্মী, বিক্রয়কর্মী, পরিচ্ছন্নতাকর্মী, ডেলিভারিম্যানসহ আরও অনেকে।

করোনাযোদ্ধাদের সম্মান জানাতে বিশ্বের এক নম্বর হানি ব্র্যান্ড ডাবর হানি নিয়েছে বিশেষ উদ্যোগ। এই উদ্যোগের অংশ হিসেবে ডাবর নিয়ে এসেছে ডাবর হানির স্পেশাল প্যাক ‘শ্রদ্ধা’, যার বিক্রয় মূল্যের একটি অংশ ব্যয় করা হয়েছে করোনা প্রতিরোধ কার্যক্রমে।


মানুষের পাশে ডাবর হানি
সবার ঐক্যবদ্ধ প্রয়াস ও সচেতনতাই করোনার সংক্রমণ প্রতিরোধ করতে পারে বলে ডাবর হানি বিশ্বাস করে। এই বিশ্বাস থেকেই করোনাভাইরাস সংকটকালের শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকতে চেয়েছে ডাবর হানি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রধান বিপণন কর্মকর্তা তালাত রহিম বলেন, ‘শ্রদ্ধা উদ্যোগের অংশ হিসেবে ঢাকার রাস্তায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের কাছে পৌঁছে যায় ডাবর হানি টিম। এই উদ্যোগ করোনাভাইরাস মহামারির সময়ে ডাবর হানির আরও অনেক দায়িত্বমূলক উদ্যোগের মধ্যে একটি। ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবিলায় সমাজ ও জনগণের পাশে থাকবে ডাবর হানি।’

সাধুবাদ
কারোনাকালে ডাবর হানি এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসার জন্য সাধুবাদ পাওয়ার যোগ্য। কারওয়ান বাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী গোলাম কিবরিয়া এমনটাই জানান। তিনি বলেন, ‘এখন মানুষ ক্রান্তিকাল অতিক্রম করছে। যার যার মতো করে এ সময় মানুষের পাশে দাঁড়ানো উচিত।’


নিউ মার্কেটের মায়ের দোয়া স্টোরের স্বত্বাধিকারী বায়েজিদ সুমন বলেন, ‘ডাবর হানি বাজারের অন্য মধুর চেয়ে মানে-গুণে ভালো। আমার দোকানে ক্রেতা মধু নিতে চাইলে ডাবর হানিই দিয়ে থাকি। করোনাকালে ডাবর হানি অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। এ জন্য তাদের সাধুবাদ জানাই।’


স্কুলশিক্ষিকা তামান্না ইয়াসমিন বলেন, ‘করোনাকালে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। কিন্তু আমার ইচ্ছা থাকার পরও কাছে গিয়ে সাহায্য করা সুযোগ পাইনি। এ দুর্যোগের সময় সম্মুখসারির যোদ্ধাদের ঘরে বসেই সাহায্য করা সুযোগ করে দিয়েছে ডাবর হানি। এ জন্য তাদের সাধুবাদ।’