করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল আইসিইউতে

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
ফাইল ছবি

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে আজ শুক্রবার সকালে তাঁকে হাসপাতালটির আইসিইউতে নেওয়া হয়।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৪ সেপ্টেম্বর থেকে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম সিএমএইচে চিকিৎসাধীন।

আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, পালসরেট কমে যাওয়ায় আজ শুক্রবার সকালে অ্যার্টনি জেনারেলকে আইসিইউতে নেওয়া হয়। ওষুধ দেওয়ার পর তা কমেছে।

একাধিক আইনজীবী ও আইন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন সকালে তাঁর করোনভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। গতকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে অবস্থার কিছুটা অবনতি হলে শুক্রবার ভোরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন সকালে তাঁর করোনভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। গতকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে অবস্থার কিছুটা অবনতি হলে শুক্রবার ভোরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করে আসছেন। তাঁর বয়স ৭১ বছর ৬ মাস।

করোনা আক্রান্ত মাহবুবে আলমের সুস্থতার জন্য তাঁর পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে।