করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিশেষ বৃত্তিসহ ছয় দফা দাবি

সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে।
ছবি: সংগৃহীত

করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনা বা বিশেষ বৃত্তি দেওয়া, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে ১০টি শিক্ষক ও কর্মচারীদের সংগঠনের জোট স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো.শাহজাহান আলম।

তাঁদের ছয় দফা দাবির মধ্যে আরও রয়েছে, করোনায় হতাশাগ্রস্ত শিক্ষার্থীদের রাষ্ট্রীয় উদ্যোগে স্নায়ু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া, স্বীকৃতিপ্রাপ্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এবং ঐচ্ছিক বদলির ব্যবস্থা করা, কারিগরি তথা কর্মমুখী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া এবং অন্তত দুটি শিক্ষাবর্ষের মেয়াদ এক বছরের জায়গায় ৮ থেকে ৯ মাস করা।
শাহজাহান আলম বলেন, করোনায় অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব, কিন্তু শিক্ষার যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা পূরণ করা দুরূহ ব্যাপার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের নেতা সাইদুর রহমান, মোনতাজ উদ্দিন মতুর্জা, মোস্তাফিজুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ।