করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মো. সায়ফুল আলম (৪১) নামের ওই পুলিশ সদস্য মঙ্গলবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি-ট্রাফিক) তেজগাঁও বিভাগের অধীন জাতীয় সংসদ ভবনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত পুলিশে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ডিএমপির ১৯ জন।

পুলিশের তেজগাঁও বিভাগের ট্রাফিকের উপকমিশনার শাহেদ আল মাসুদ মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, সায়ফুল সপরিবারে মিরপুরে থাকতেন। তিনি ৮ জুলাই করোনায় আক্রান্ত হন। ১০ জুলাই তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি ক্যানসারে ভুগছিলেন।

ডিএমপি সূত্র জানায়, সায়ফুল আলমের বাড়ি পঞ্চগড় সদর থানার মাহানপাড়া গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা ও মা-বাবাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবারই তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।