করোনায় রাজশাহী বিভাগে ১৩ জনের মৃত্যু, সংক্রমণ ছাড়াল ৪৮ হাজার

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে আরও ৭৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে। আজ সোমবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রাজশাহী বিভাগে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আরও ১৩ জনের মৃত্যুতে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৯। গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে বগুড়ার পাঁচজন, নওগাঁর তিনজন, নাটোর ও জয়পুরহাটের দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন। বিভাগে মোট মৃত্যুর হিসাব অনুযায়ী এখন পর্যন্ত বিভাগের বগুড়া জেলায় সর্বোচ্চ ৩৪৮ জন মারা গেছেন। এ ছাড়া রাজশাহী জেলায় ১২৪, চাঁপাইনবাবগঞ্জে ৯১, নওগাঁয় ৬৪, নাটোরে ৪২, জয়পুরহাটে ২০, সিরাজগঞ্জে ২৮ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩ হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষায় ৭৯৯ জন শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৪ দশমিক ১৮ শতাংশ। পরীক্ষাগুলো আরটি-পিসিআর, র‌্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট—এই তিন পদ্ধতিতে করা হয়েছে।

এর আগে গতকাল ৪ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ২২ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত রোগী কমলেও শনাক্তের হার বেড়েছে। নতুন ৭৯৯ জন নিয়ে বিভাগের আট জেলায় মোট করোনার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫৬। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৩৭২ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৬১, নওগাঁ জেলায় ৫৪, নাটোরে ৭৭, জয়পুরহাটে ৯১, বগুড়ায় ৮৪, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ১২ এপ্রিল। এরপর গত বছরের ২৯ জুন শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়ায়। এভাবে ২০ জুলাই ১০ হাজার, ৪ আগস্ট ১৫ হাজার, ৩০ সেপ্টেম্বর ২০ হাজার, চলতি বছরের ২০ জানুয়ারি ২৫ হাজার, ১৯ এপ্রিল ৩০ হাজার, ঈদের পর ১৫ মে ৩২ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ৯ জুন ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার, ১৯ জুন ৪৬ হাজার, ২০ জুন ছাড়াল ৪৭ হাজার এবং সবশেষ আজ ৪৮ হাজার রোগী শনাক্ত ছাড়াল। এর মধ্যে চলতি জুন মাসের প্রথম ২১ দিনেই ১৩ হাজার জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১৮১ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে আগের দিনের তুলনায় সুস্থ হয়েছেন কম রোগী। ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৬৬ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৪৮৪ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩৫ হাজার ৫৭৬ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় ৪ হাজার ৭৬২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৯ জন। হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৭ হাজার ৭১৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘গতকালের চেয়ে বিভাগে আজ পরীক্ষা কম হয়েছে। আগের দিন শনাক্ত হাজার ছাড়ালেও আজ শনাক্ত কমেছে। তবে আজ শনাক্তের হার কিছুটা বেশি। তাই সবাইকে সাবধান থাকতে হবে।’