করোনায় সংক্রমিত আবদুল মতিন খসরু আইসিইউ থেকে কেবিনে

আবদুল মতিন খসরু
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল মতিন খসরুকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার সকালে আবদুল মতিন খসরুকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন তাঁর একান্ত সচিব মাহবুব হোসেন।

আবদুল মতিন খসরু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর করোনা পরীক্ষা করা হয় ১৫ মার্চ। পরদিন সকালে পরীক্ষার ফল পাওয়া যায়। পরীক্ষার ফলে তাঁর করোনা পজিটিভ আসে। সেদিন দুপুর ১২টার দিকে তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

আবদুল মতিন খসরুর একান্ত সচিব মাহবুব হোসেন আজ দুপুরে প্রথম আলোক বলেন, পর্যবেক্ষণের জন্য রোববার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। অবস্থার উন্নতি হওয়ায় আজ সকালে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়।

১০ ও ১১ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন (২০২১-২২) অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী।