করোনায় সাংবাদিক আবুল মনসুর চৌধুরীর মৃত্যু

আবুল মনসুর চৌধুরী
ছবি: সংগৃহীত

ইংরেজি দৈনিক অবজারভারের যুগ্ম বার্তা সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর চৌধুরী (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

আবুল মনসুর দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান সহসম্পাদক ছিলেন।

আজ সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আবুল মনসুর চৌধুরী মারা যান।

গত ১৮ জুলাই আবুল মনসুর চৌধুরীর কোভিড-১৯ শনাক্ত হয়। রাজধানীর একটি হাসপাতালে ২৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

ফেনীতে নিজ গ্রামে আজ তাঁর দাফন হবে।

আবুল মনসুর চৌধুরী ১৯৯১ সালে দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে যুক্ত হন। সেখানে টানা ২৫ বছর কাজ করেছেন। এরপর তিনি অবজারভারে যোগ দেন।

মৃত্যুকালে আবুল মনসুর স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।