কাপাসিয়ায় সবুজ অর্থনীতি গড়তে চান সিমিন হোসেন

পথসভায় বক্তব্য দিচ্ছেন গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন। গতকাল কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায়।  ছবি: প্রথম আলো।
পথসভায় বক্তব্য দিচ্ছেন গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন। গতকাল কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায়। ছবি: প্রথম আলো।

কাপাসিয়ায় সবুজ অর্থনীতি গড়তে চান সিমিন হোসেন রিমি। কৃষিজাত পণ্য উৎপাদন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে আরও মনোযোগ দিতে চান। গতকাল শুক্রবার নির্বাচনী এলাকায় একাধিক পথসভায় এ কথা বলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগের এই প্রার্থী ও বর্তমান সাংসদ।

সিমিন হোসেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা। ছোট ভাই সোহেল তাজ পদত্যাগ করলে ২০১৩ সালে উপনির্বাচনে তিনি এ আসনে বিজয়ী হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে তিনি পুনরায় সাংসদ হন। এবার তৃতীয়বারের মতো এ আসনে লড়ছেন সিমিন হোসেন।

গতকাল শুরুতেই কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি। পরে মাশক নামে একটি এলাকায় পথসভায় যোগ দেন। পরে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুবনের চালা ও দস্যুনারায়ণপুরে পথসভা করেন। পথসভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছোট ভাই ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। প্রতিটি পথসভায় িবপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি িছল।

এসব পথসভায় সিমিন হোসেন বলেন, ‘আমরা প্রত্যেককে খুশি দেখতে চাই। এখানে উন্নয়ন হলে কেবল আওয়ামী লীগের লোকজন সুবিধা ভোগ করবে, তা নয়, সবাই উপকৃত হবে। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’

সিমিন হোসেন বলেন, ‘উদ্ভিজ্জ অর্থনীতির এক ভান্ডার কাপাসিয়া। এর আনাচকানাচে ছড়িয়ে আছে ফল-ফসলের এক প্রাকৃতিক আধার। এই এলাকায় কেবল ফল চাষে নির্ভর করেই জীবিকা নির্বাহ করছে অনেক পরিবার। একে কাজে লাগিয়ে আমরা কাপাসিয়ায় একটি “সবুজ অর্থনীতি” তৈরি করে অনন্য উপজেলা হিসেবে একে গড়তে চাই।’

বক্তব্যে সিমিন হোসেন বলেন, গত ছয় বছরে কাপাসিয়ায় বিরোধী মতধারী কারও বিরুদ্ধে মামলা হয়নি। জমি আছে কিন্তু বাড়ি নেই—এমন ৬৫৭টি পরিবারকে ঘর তুলে দেওয়া হয়েছে। ২৩১টি গ্রামের প্রত্যেক মানুষের মানবিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার উন্নয়ন করা তাঁর নিজের কাছে নিজের অঙ্গীকার।

পথসভার এক ফাঁকে সিমিন হোসেন প্রথম আলোকে বলেন, ‘সবুজ অর্থনীতি ও মানবিক উন্নয়নে কাপাসিয়াকে দেশের রোল মডেল করতে চাই। বিদ্যুৎ খাতসহ শিক্ষা খাতে গত ছয় বছরে যা উন্নয়ন হয়েছে, আগামী সময়গুলোতে আমি আরও বেশি উন্নয়ন করতে চাই।’

এ আসনে বিএনপির প্রার্থী রিয়াজুল হান্নান। তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহর ছেলে। 

এ আসনে মোট ভোটার ২ লাখ ৬৭ হাজার ৩৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৮৮৫ জন। নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৫০৯ জন।