কামরাঙ্গীরচরে আগুন

কামরাঙ্গীরচরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ উপকেন্দ্রে গতকাল সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বিদ্যুৎ উপকেন্দ্রটির দুটি ‘ব্রেকার সুইচ’ পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হাজারীবাগ ফায়ারস্টেশনের ফায়ারম্যান সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। খবর পেয়ে হাজারীবাগ থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর মধ্যে দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।