কার্টুনিস্ট কিশোর ও লেখক মোশতাকের মুক্তি চায় অ্যামনেস্টি

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর (বামে) ও লেখক মুশতাক আহমেদ
ছবি: সংগৃহীত

কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর ও লেখক মোশতাক আহমেদকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এ ছাড়া শিল্পী অনন্য মামুন, শাহীন মৃধা, রিতা দেওয়ান, কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাকের বিরুদ্ধে সব ধরনের অভিযোগ প্রত্যাহার করতে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।

আজ বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি বলছে, বাংলাদেশে সম্প্রতি নির্বিচারে আটক কিংবা অন্যান্য উপায়ে হয়রানির মাধ্যমে শিল্পীদের মতপ্রকাশের অধিকার ব্যাহত হওয়ার মতো ঘটনা বেড়ে যাওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত জনগণের মুক্ত মত ও সৃষ্টিশীলতার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল কিংবা এর নিবর্তনমূলক ধারা পরিবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।