কিটের নিবন্ধন না দিয়ে অন্যায় করা হয়েছে: জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিটের নিবন্ধন না দিয়ে জনগণ ও দেশের প্রতি অন্যায় করেছে ঔষধ প্রশাসন।

আজ শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম জাফরুল্লাহ চৌধুরীর বরাতে এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, জাফরুল্লাহ চৌধুরী তাঁকে বলছেন ঔষধ প্রশাসন গণস্বাস্থ্যের কিটের নিবন্ধন না দিয়ে জনগণের অধিকারের প্রতি অন্যায় ও দেশের প্রতি শত্রুতা করছে। এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবেন।

বিএসএমএমইউ এর কার্যকারিতা পরীক্ষা শেষে প্রতিবেদন জমা দেওয়ার পর গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জিআর কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন দেয়নি ঔষধ প্রশাসন।

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে জাহাঙ্গীর জানান, জাফরুল্লাহ চৌধুরীর শরীরে জ্বর আছে। ধীরে ধীরে কথা বলেন। তাঁর শরীর এখনো দুর্বল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।