কিশোরগঞ্জে করোনায় মারা গেলেন ব্যবসায়ী

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে মারা যাওয়া ব্যবসায়ী মাজহারুল হক (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গতকাল রাতে পাওয়া তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে। গত শনিবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাজহারুল হক কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের প্রয়াত মাওলানা আবদুল হামিদ বেলংকীর ছেলে। তিনি তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের বিপরীতে রানা প্যাথলজি নামের একটি প্যাথলজি ক্লিনিক চালাতেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সোয়া আটটার দিকে মাজহারুল হক মৃত্যুবরণ করেন। এর আগে শুক্রবার রাত নয়টার দিকে জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি সেখানে ভর্তি হন।