কিশোরগঞ্জে সড়কের ওপর ভেঙে পড়ল গাছ

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সড়কের ওপরে হেলে পড়েছে একটি গাছ। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছেন পথচারীসহ স্থানীয় লোকজন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মঠখোলা-থানাঘাট সড়কের হাজী জাফর আলী কলেজসংলগ্ন এম এ বারী স্বাস্থ্যকেন্দ্রের সামনের একটি রেইনট্রিগাছ সম্প্রতি মাঝখান থেকে ভেঙে যায়। এটি ভেঙে ওই সড়কের ওপর হেলে পড়ে আছে। বেশ কিছুদিন ধরে গাছটি এভাবে বিপজ্জনক অবস্থায় হেলে পড়ে থাকলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। মঠখোলা-থানাঘাট সড়ক দিয়ে কিশোরগঞ্জ সদর, নান্দাইল, হোসেনপুর ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলাসহ বিভিন্ন এলাকার শত শত বাস, ট্রাক, পিকআপসহ ছোট–বড় অনেক যানবাহন চলাচল করে। বিশালাকার রেইনট্রিগাছটি ভেঙে এম এ বারী স্বাস্থ্যকেন্দ্রের সামনে সড়কের ওপর পড়ায় যান চলাচলে সমস্যা হচ্ছে। দিনের বেলায় পণ্যবাহী বড় গাড়িগুলো সতর্কভাবে চলাচল করছে। কিন্তু রাতে এসব গাড়ি আটকে যাচ্ছে কিংবা গাছ ঘেঁষে চলাচল করছে। ফলে অনেকটা ঝুঁকি নিয়েই ওই স্থান দিয়ে গাড়ি পার করতে হচ্ছে চালকদের।
মনির হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনি প্রায়ই এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন ধরে গাছটি এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ে আছে। ফলে এ সড়ক দিয়ে চলতে গেলে অনেক ভয় লাগে। কর্তৃপক্ষের উচিত দ্রুত গাছটি অপসারণ করে সড়কে চলাচল স্বাভাবিক করা।
বাসচালক কামাল উদ্দিন বলেন, গাছটি মাঝখানে ভেঙে রোডের ওপরে ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে রয়েছে। রাতে প্রায় সময়ই বড় গাড়ি ওই গাছের কাছে এসে আটকে যাচ্ছে। গাছটি পুরোদমে ভেঙে পড়লে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
স্থানীয় এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, বন বিভাগের সঙ্গে কথা বলে ঝুঁকিপূর্ণ এ গাছটি কাটার ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমানও গাছটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।