‘কুক ফর হার’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সম্পন্ন

বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ছবি: প্রথম আলো

নারী দিবস উপলক্ষে প্রথম আলো ও আরএফএল গ্যাস স্টোভের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশেষ ক্যাম্পেইন কুক ফর হার। সাধারণত আমরা দেখে থাকি, বাড়িতে মা, বোন, স্ত্রী বা পরিবারের নারী সদস্যরাই রান্না করে থাকেন। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল, পরিবারের পুরুষেরাও যেন রান্নার কাজে অংশ নিয়ে নারীদের পাশে থাকেন। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই অংশ নিয়েছিলেন এ ক্যাম্পেইনে। নারী দিবসে প্রতিযোগীরা তাঁদের প্রিয় নারীর জন্য রান্না করে খাওয়ানো এবং সেই মুহূর্তের ছবি তুলে পাঠিয়েছেন আমাদের কাছে। অনেক প্রতিযোগীর মধ্য থেকে ভোটের মাধ্যমে সেরা তিনজন বিজয়ী নির্ধারিত হয়েছেন এবং একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সারোয়ার জাহান। সারোয়ার জাহান তাঁর মায়ের জন্য নিজের হাতে রান্না করেছিলেন। প্রথম পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন কক্সবাজারে হোটেল রয়েল টিউলিপে ২ দিন ১ রাত থাকার সুযোগ।

দ্বিতীয় হয়েছেন মো. অনিক। তিনি বোনের জন্য রান্না করেছিলেন। পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ তারকা হোটেলে নৈশভোজের সুযোগ। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন সৈয়দ রাহাত হুসাইন। তিনি তাঁর মেয়ের জন্য রান্না করেছিলেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পাঁচ হাজার টাকা সমমূল্যের গ্রোসারি শপিং ভাউচার।

মনোজ্ঞ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এ এম রকিবুল আহসান এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার ও ডিজিটাল মার্কেটিং মঞ্জুরুল খান। এ ছাড়া প্রথম আলোর পক্ষ থেকে ছিলেন বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন, ডিজিটাল বিজনেসের প্রধান জাবেদ সুলতান, ডিজিটাল অ্যাড সেলস লিড স্পেশালিস্ট আমিনুর রহমান, ডিজিটাল মার্কেটিং লিড স্পেশালিস্ট মেহবুব জাভেদসহ আরও অনেকে।