কুকুরের কবল থেকে হরিণটিকে বাঁচাল গ্রামবাসী

রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কপাটিয়াপাড়া গ্ৰামে এই হরিণটিকে উদ্ধার করে গ্রামবাসী। পরে তা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ছবি: সাদিক মৃধা

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পাশের কপাটিয়াপাড়া গ্রামের বাসিন্দারা রোববার একটি হরিণ উদ্ধার করেছে। হরিণটি ধানখেত দিয়ে দৌড়ানোর সময় কুকুরের কবলে পড়ে। পরে গ্রামবাসী প্রাণীটিকে উদ্ধার করে পার্ক কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়।

কপাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. জইনুউদ্দিন প্রথম আলোকে বলেন, রোববার দুপুর ১২টার দিকে হঠাৎ ধানখেতের আইলে হরিণটিকে দেখা যায়। হরিণটিকে দেখে গ্রামের কুকুরগুলো ধাওয়া করে। অনেকক্ষণ কুকুরের ধাওয়ায় হরিণটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন এটিকে ধরার চেষ্টা করেন। একসময় কুকুরগুলোকে তাড়িয়ে হরিণটিকে উদ্ধার করা হয়। হাঁপিয়ে উঠেছিল হরিণটি। লোকজন বড় টেবিল ফ্যান দিয়ে হরিণটিকে বাতাস দেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষকে মুঠোফোনে বিষয়টি জানানো হয়। বেলা একটার দিকে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান কপাটিয়াপাড়া গ্রামে এলে তাঁর কাছে হরিণটিকে হস্তান্তর করা হয়

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কপাটিয়াপাড়া গ্রামে একটি হরিণ উদ্ধার করেন লোকজন। সেটি আমাদের কাছে দিয়েছেন তাঁরা। হরিণটি কোথা থেকে এসেছে, তা আমরা জানি না। তবে ধারণা করা হচ্ছে, আশপাশে কোথাও হরিণের অবৈধ খামার থাকতে পারে।’