কুমিল্লা-৫ আসনে উপনির্বাচন: ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন মঙ্গলবার। আজ সোমবার পর্যন্ত সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছ থেকে যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া, আবদুল মতিন খসরুর সহধর্মিণী সেলিমা সোবহান খসরু, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ জলিল ভূঁইয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাহতাব হোসেন ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল আলম। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খানই মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন। আওয়ামী লীগের অন্য মনোনয়ন ফরম সংগ্রহকারীরা তা জমা দেবেন না বলে জানা গেছে।

১৪ এপ্রিল বিকেল ৪টা ৪৫ মিনিটে আওয়ামী লীগের পাঁচবারের নির্বাচিত সাংসদ আবদুল মতিন খসরু রাজধানীর সিএমএইচে করোনা–পরবর্তী জটিলতায় মারা যান।

এরপর ২ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর এ পর্যন্ত সাতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ১৫ জুন, বাছাই ১৬ জুন, প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন ও প্রতীক বরাদ্দ ২৪ জুন। ভোট গ্রহণ ২৮ জুলাই। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৯১৯। ভোটকেন্দ্র ১২৮টি।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, ১৫ জুন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আবদুল মতিন খসরু আওয়ামী লীগের হয়ে ১৯৮৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত (১৯৮৮ ও ১৯৯৬ সাল ছাড়া) সাতটি নির্বাচনে প্রার্থী হন। এর মধ্যে পাঁচবার সাংসদ নির্বাচিত হন।