কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের একজন হলেন, ট্রাক চালক নাবিল হোসেন (২৬)। তিনি মাগুরা সদর উপজেলার দোয়ালী এলাকার ওবায়দুর রহমানের ছেলে। অপরজন হলেন, ট্রাকে থাকা এসকেভেটরের (মাটিকাটা যন্ত্র) চালক রাজবাড়ীর বাসিন্দা ইব্রাহিম হোসেন (২৮)।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আলী সাজ্জাদ বলেন, কুয়াকাটা থেকে পিকনিকের একটি বাস পাবনা ফিরছিল। বগুড়া থেকে নড়াইলগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসছিল। ওই ট্রাকে একটি এসকেভেটর ছিল। ট্রাকচালকের পাশে এসকেভেটরের চালকও বসা ছিলেন। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে ওই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে নাবিল হোসেন ও ইব্রাহিম হোসেন ঘটনাস্থলেই মারা যান।

চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, লাশ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।