কৈশোরবান্ধব সেবাকেন্দ্রের মান উন্নয়ন ও সময়সূচি বৃদ্ধির দাবি

সিরাক বাংলাদেশ ময়মনসিংহের পাটগুদাম বালিকা উচ্চবিদ্যালয়ে কৈশোরবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করে। ছবি: লেখক
সিরাক বাংলাদেশ ময়মনসিংহের পাটগুদাম বালিকা উচ্চবিদ্যালয়ে কৈশোরবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করে। ছবি: লেখক

সিরাক বাংলাদেশ কৈশোরবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে এক মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ মানববন্ধন গতকাল রোববার ময়মনসিংহ পাটগুদাম বালিকা উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।

প্রজনন স্বাস্থ্যসেবা প্রাপ্তি প্রতিটি মানুষের মানবাধিকার—এ কথা সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের কাছে একটি লজ্জার বিষয় হিসেবেই বিবেচনা করা হয়। এ বিষয়ে অজ্ঞতার কারণে বাল্যবিবাহের শিকার হয়ে অকালগর্ভধারণ, অনিরাপদ যৌন সম্পর্ক, প্রজনন স্বাস্থ্য জটিলতা এবং সন্তান জন্মদান করতে গিয়ে প্রতিবছর হাজারো কিশোরী মৃত্যুর সঙ্গে লড়ে। এর কারণে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বৃদ্ধি পায়। বাল্যবিবাহের উচ্চহারের কারণে বাংলাদেশে বয়ঃসন্ধিকালেই অনেক মেয়ে গর্ভধারণ, সহিংসতা ও অপুষ্টির ঝুঁকিতে থাকে।

এই বয়সের ছেলে-মেয়ে এবং তাদের পরিবারের সদস্যদেরও স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতার ঘাটতি থাকে। প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, মানসিক ও সামাজিক বিষয়ে কাউন্সেলিং ইত্যাদির মতো বিষয়ে তাঁরা অবগত নন। এ সমস্যা নিরসনে কিশোর বয়স থেকেই প্রজনন স্বাস্থ্য–সম্পর্কিত তথ্য ও সেবা নিশ্চিত করতে হবে।

সিরাক বাংলাদেশ কৈশোরবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ছবি: লেখক
সিরাক বাংলাদেশ কৈশোরবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ছবি: লেখক

বাংলাদেশ সরকার ইতিমধ্যে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ৬০৩টি কৈশোরবান্ধব সেবাকেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্র কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের প্রজনন স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রাপ্তিতে সহায়তা করছে। এসব কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কৈশোরকালীন স্বাস্থ্যবিষয়ক জাতীয় কৌশলপত্র ২০১৭-৩০’ তৈরি করা হয়েছে। এ কৌশলপত্র বাস্তবায়নের কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এরপরও এসব সেবাকেন্দ্রের বর্তমান সময়সূচি সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত হওয়ায় স্কুল-কলেজপড়ুয়া অধিকাংশ শিক্ষার্থী এ সময়ে সেবা গ্রহণ করতে পারে না। যদি এ সময়সীমা সপ্তাহে ৭ দিন এবং বিকেল ৫টা পর্যন্ত হয়, তবে শিক্ষার্থীরা সহজে এ সেবা গ্রহণ করতে পারে। এ ক্ষেত্রে অতিরিক্ত দক্ষ জনবলেরও প্রয়োজন রয়েছে। সাম্প্রতিক কালে সিরাক বাংলাদেশের উদ্যোগে সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের কৈশোরবান্ধব সেবাকেন্দ্রের ওপর কিশোর-কিশোরীদের অভিজ্ঞতা বিনিময়ে জানা যায়, তারা এসব সেবাকেন্দ্রে আরও বেশি তথ্য সরবরাহ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং গোপনীয়তা রক্ষার ওপর জোর দেয়।

এ ছাড়া ২০১৭ সালে পপুলেশন কাউন্সিলের এক গবেষণা প্রতিবেদনে কৈশোরবান্ধব সেবাকেন্দ্রের সময়সূচি বৃদ্ধি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক তথ্য ও সেবার পরিসর বৃদ্ধির সুপারিশ করা হয়।

কৈশোরবান্ধব সেবাকেন্দ্রের মান উন্নয়ন ও সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে। ছবি: লেখক
কৈশোরবান্ধব সেবাকেন্দ্রের মান উন্নয়ন ও সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে। ছবি: লেখক

এ লক্ষ্যে ‘সপ্তাহজুড়ে সারাবেলা, কৈশোরবান্ধব সেবাকেন্দ্র থাকুক খোলা’ স্লোগানকে সামনে রেখে সিরাক বাংলাদেশের উদ্যোগে ময়মনসিংহে এই মানববন্ধন করা হয়েছে।

এতে অংশগ্রহণ করে সমর্থন জানিয়েছেন পাঠগুদাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকেরা। সহায়তায় ছিলেন সিরাক বাংলাদেশের ডিভিশনাল কো-অর্ডিনেটর মোসাব্বির হোসেন, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আসফিয়া জাহান এবং ইয়ুথ ফ্রেন্ডলি সার্ভিস ফোরামের ফোকাল ফাহিমা রিমি এবং সিরাক বাংলাদেশের তরুণ–তরুণীরা।