ক্ষতিপূরণ পাচ্ছে করোনায় মৃত ৯ পুলিশ সদস্যের পরিবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে ৯ জনের পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে। পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য গত রোববার হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বেতনের গ্রেড অনুযায়ী ৩৭ লাখ ৫০ হাজার টাকা থেকে ৫০ লাখ টাকা করে টাকা পাবে পরিবারগুলো। এতে মোট তিন কোটি ৭৫ লাখ টাকা সরকারের খরচ হবে।
জানা গেছে, ক্ষতিপূরণের জন্য মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে ১৬টি পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় সম্প্রতি। এদের মধ্যে ৯ পুলিশ সদস্যের পরিবারের আবেদন আপাতত মঞ্জুর করা হয়। বাকিগুলো যাচাইয়ের কাজ চলছে।

অর্থ বিভাগ সূত্র জানায়, ৫০ লাখ টাকা করে পাচ্ছে ঢাকা মেট্রোপলিটন উত্তরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অনিতা রায়, ডিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাজু আহম্মেদ এবং সিরাজগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফজলুর রহমানের পরিবার।

আর ৩৭ লাখ ৫০ হাজার টাকা করে পাচ্ছে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকার এসআই (নিরস্ত্র) মো. রাসেল বিশ্বাস, আরআরএফ, রাজশাহীর এসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন শেখ, চট্টগ্রামের কনস্টেবল মো. মোখলেছুর রহমান, ডিএমপির কনস্টেবল মো. আলমগীর হোসেন, পিএমপির নায়েক মো. আল মামুনুর রশিদ এবং রাজশাহীর এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের পরিবার।

এরপর গত ১৯ আগস্ট পুলিশ সদস্যদের মধ্যে প্রথম ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেওয়ার সম্মতি দেওয়া হয় করোনায় মারা যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের পরিবারকে।
পুলিশ সদস্যদের মধ্যে এর আগে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেওয়ার চিঠি দেওয়া হয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের পরিবারকে।

তার আগে গত জুলাই মাসে প্রথম ক্ষতিপূরণ দেওয়া হয় প্রয়াত প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক মো. মঈন উদ্দিনের পরিবারকে। উভয় পরিবারকে দেওয়া হয় ৫০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা।

চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে ‘স্বাস্থ্যঝুঁকি বাবদ ক্ষতিপূরণের জন্য বিশেষ অনুদান' খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এ বরাদ্দ থেকেই ব্যয় করা হবে ক্ষতিপূরণের অর্থ।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বুধবার বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি হিসাবে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৪৪০ জন, আর শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন।

গত ২৩ এপ্রিল অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ায় সরাসরি কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ-সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীরা ক্ষতিপূরণ পাবেন।

বলা হয়, দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ তাঁদের সরাসরি আর্থিক সুবিধা দেওয়া হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ গ্রেড ভেদে ৫ থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। আর মারা গেলে দেওয়া হবে ২৫ থেকে ৫০ লাখ টাকা করে।

সূত্রগুলো জানায়, জেকেজি হ্যালথ ও রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারির পর সরকার আক্রান্তদের শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দেয় কিনা, তা নিয়ে চিন্তা-ভাবনা করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বুধবার বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি হিসাবে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৪৪০ জন, আর শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন।