ক্ষুদ্র জাতিসত্তার নারীদের ওপর সহিংসতায় ৪ সংগঠনের উদ্বেগ

প্রতীকী ছবি

দেশের ক্ষুদ্র জাতিসত্তার নারীদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে চারটি নাগরিক ও মানবাধিকার সংগঠন। আজ সোমবার চার সংগঠনের এক বিবৃতিতে নারীদের ওপর সহিংসতার ঘটনায় অবিলম্বে মামলা গ্রহণ ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিবৃতি দানকারী চার সংগঠন হলো বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও বাংলাদেশ মহিলা পরিষদ। বিবৃতিতে বলা হয়, ‘গত ৩০ আগস্ট ২০২০ দিবাগত রাত একটায় বান্দরবানের লামায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক নারী দলগত ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হলে আসামি একজনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে ৩১ আগস্ট ২০২০ দিনাজপুরে বাকপ্রতিবন্ধী এক আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে। একই তারিখে খাগড়াছড়ির মহালছড়িতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর স্থানীয়ভাবে বৈঠক করে সমঝোতার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

সালিসে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।’
বিবৃতিতে বলা হয়, ‘এই কোভিড মহামারির সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের প্রতি সহিংসতার মাত্রা চরম আকারে ধারণ করেছে।’