কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জাপানি বিনিয়োগ বন্ধের দাবি

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জাপানি বিনিয়োগ বন্ধের দাবিতে জাপানের জনপ্রিয় কার্টুন ‘পোকেমন’-এর পিকাচু চরিত্র ব্যবহার করে মানববন্ধন করে পরিবেশবাদী সংগঠন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জাপানি বিনিয়োগ বন্ধের দাবি উঠেছে। বিদ্যুৎকেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ নানান দাবি জানিয়েছে বাংলাদেশের বৈদেশিক দেনাবিষয়ক কর্মজোট ও ইয়্যুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাপানের জনপ্রিয় কার্টুন ‘পোকেমন’–এর পিকাচু চরিত্র ব্যবহার করে তারা মানববন্ধন করে।

মানববন্ধনে মাতারবাড়ী-১ বিদ্যুৎকেন্দ্রে কয়লার পরিবর্তে কম দূষণকারী জ্বালানি ব্যবহার, মাতারবাড়ী-২ বিদ্যুৎকেন্দ্র বাতিল করে সৌরবিদ্যুতের জন্য বিনিয়োগ করা, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা এবং জাপানসহ জি-৭ ভুক্ত ধনী দেশগুলোর ঋণ বাতিলের দাবি জানানো হয়।

মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জাপানি বিনিয়োগ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ছবি: সংগৃহীত

মানববন্ধনে বক্তারা জানান, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা বাংলাদেশের কক্সবাজারের মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের (ইউনিট ১ ও ২)-এর জন্য অর্থায়ন করছে এবং দ্বিতীয় পর্যায়ের (ইউনিট ৩ ও ৪) নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। জলবায়ুবিষয়ক প্রতিষ্ঠান ও পরিবেশবাদীদের দাবি উপেক্ষা করে জাপান বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় নতুন নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বিনিয়োগ করে যাচ্ছে।