খেটে খাওয়া মানুষদের শুকনো খাদ্যসামগ্রী দিচ্ছে 'Management Net'

খেটে খাওয়া মানুষকে খাদ্যসামগ্রী দিচ্ছে ‘Management Net’-এর সদস্যরা। ছবি: বিজ্ঞপ্তি
খেটে খাওয়া মানুষকে খাদ্যসামগ্রী দিচ্ছে ‘Management Net’-এর সদস্যরা। ছবি: বিজ্ঞপ্তি

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটিতে বিপাকে খেটে খাওয়া মানুষ। কাজের অভাবে অনেকেই কষ্টে দিন যাপন করছেন। খেটে খাওয়া মানুষদের জন্য ২৫ মার্চ থেকে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করছে ‘Management Net’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন (১৯৮৩ থেকে ১৯৯৩ বর্ষ) ‘Management Net’। খেটে খাওয়া মানুষদের দেওয়া শুকনো সামগ্রীর মধ্য আছে চাল, ডাল, লবণ, তেল, আলু, সাবান।

গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর রামপুরার ওয়াপদা রোড ক্রসিংয়ের কাছে ‘Management Net’-এর সদস্যরা খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

খাদ্যসামগ্রীর মধ্য আছে চাল, ডাল, লবণ, তেল, আলু ও সাবান। ছবি: বিজ্ঞপ্তি
খাদ্যসামগ্রীর মধ্য আছে চাল, ডাল, লবণ, তেল, আলু ও সাবান। ছবি: বিজ্ঞপ্তি

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালাতে চান Management Net-এর সদস্যরা। Management Net রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, খিলগাঁও ও মগবাজার এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করবে।

৩০ মার্চ বিকেলে রাজধানীর রামপুরার ওয়াপদা রোড ক্রসিংয়ের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
৩০ মার্চ বিকেলে রাজধানীর রামপুরার ওয়াপদা রোড ক্রসিংয়ের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি