গণ বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের অন্যরকম এক দিন

গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’য় ফ্যাশন শো-তে শিক্ষার্থীরা। ছবি: লেখক
গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’য় ফ্যাশন শো-তে শিক্ষার্থীরা। ছবি: লেখক

সবাই সেজেগুজে এসেছে। পরনে রং বেরঙের শাড়ি-পাঞ্জাবি। মুখে প্রাণবন্ত-অমলিন হাসি। একদিকে হাস্যোজ্জ্বল নবীনেরা অন্যদিকে পুরোনোদের অশ্রুসিক্ত বিদায়। আনন্দ আর অশ্রুর মধ্যে দিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’ গত শনিবার (২২ ফেব্রুয়ারি) উদযাপিত হয়েছে।

নবীন বরণ উপলক্ষে বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী একসঙ্গে আনন্দঘন পরিবেশে মেতে উঠেছিলেন। প্রতিষ্ঠার ৫ বছরে এবারই প্রথমবারের মতো পালিত হয়েছে নবীন বরণ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শিক্ষক-শিক্ষার্থীর ব্যবধান ঘুচে গিয়েছিল এদিন। হই হুল্লোড়ে মেতে উঠেছিলেন সবাই। দিনব্যাপী আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ, পুরোনো শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিলেন সবাই। সন্ধ্যা পেরিয়ে চলে নাচ, গান আর আড্ডা।

গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’য় বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী আনন্দঘন পরিবেশে মেতে উঠেছিলেন।  ছবি: লেখক
গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’য় বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী আনন্দঘন পরিবেশে মেতে উঠেছিলেন। ছবি: লেখক

বিভাগের অধ্যাপক ড. মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি অ্যাসোসিয়েশনের (জিবিএ) সভাপতি অধ্যাপক ড. হুসাইন উদ্দিন শেখর, সাধারণ সম্পাদক জিবিএ আবু সাইদ মোহাম্মদ শামিম, মোটিভেশনাল বক্তা হিসেবে গ্যাকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সিইও আনোয়ার মোরসালিন, সাবেক সাধারণ সম্পাদক জিবিএ রাকিব আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বাবু, গবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) জুয়েল রানা, গকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. নজরুল ইসলাম রলিফ প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. ফুয়াদ হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইব্রাহিম খলিল।

বিভাগের শিক্ষক ড. মাহবুবা খাতুন এবং ড. মো. ফুয়াদ হোসেনের উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে গোটা আয়োজন। মধ্যাহ্নভোজের পর বিভাগের নতুন-পুরোনো শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিক্ষকমণ্ডলীদের দলীয় সংগীত এবং সহকারী অধ্যাপক ড. মাহবুবা খাতুনের কণ্ঠে ‘আজ এই দিনটাকে মনের খাতায় লেখে রাখো’ সঙ্গে সিনিয়র প্রভাষক শাহনাজ রহমানের কণ্ঠে ‘কেমন করে এত অচেনা হলে তুমি’ সংগীত মঞ্চ জমিয়ে তোলেন।

বাদ যায়নি ফ্যাশন শো। বাহারি রঙের পোশাকে ক্যাটওয়াকে অংশ নেন শিক্ষার্থীরা। নাচ, গান, নাটক, কবিতায় প্রাণবন্ত হয়ে উঠেছিল সাংস্কৃতিক পর্ব।

একদিকে নবীন শিক্ষার্থীর মুখে ক্যাম্পাস জীবন শুরুর উচ্ছ্বাস, অন্যদিকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে স্মৃতিকাতরতা। ফেলে আসা দিনগুলোর কথা মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন অনেকে।