গরমের ফল তরমুজ

>

গ্রীষ্মকাল এসেছে। গরমে কিছুটা হলেও স্বস্তি দেবে মৌসুমের রসালো সব ফল। তরমুজ এর মধ্যে অন্যতম। গবেষক ও পুষ্টিবিদেরা বলেন, ১০০ গ্রাম তরমুজে ৩০ ক্যালরি থাকে। যারা অতিরিক্ত রোদে থাকেন তাঁদের জন্য তরমুজ খুবই উপকারী ফল। দেশের বিভিন্ন অঞ্চল ও রাজধানীর চারপাশের চর এলাকা থেকে সড়ক ও নৌপথে রাজধানীতে আসছে তরমুজ। ১০০টি তরমুজের গড়পড়তা পাইকারি দাম ৪৫ থেকে হাজার ৬২ হাজার টাকা। ঢাকার ওয়াইজ ঘাটে ৪০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামের তরমুজ পাওয়া যাচ্ছে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা তরমুজ ভর্তি ইঞ্জিনচালিত নৌকা ভিড়ছে বুড়িগঙ্গা নদী পাড়ের ওয়াইজঘাটে। শ্রমিকেরা ব্যস্ত হয়ে পরেছে নৌকা থেকে তরমুজ নামাতে।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা তরমুজ ভর্তি ইঞ্জিনচালিত নৌকা ভিড়ছে বুড়িগঙ্গা নদী পাড়ের ওয়াইজঘাটে। শ্রমিকেরা ব্যস্ত হয়ে পরেছে নৌকা থেকে তরমুজ নামাতে।
শ্রমিকেরা অল্প মজুরিতে ঝুড়ি মাথায় প্রতিদিন নৌকা থেকে তরমুজ ঘাটে নেন।
শ্রমিকেরা অল্প মজুরিতে ঝুড়ি মাথায় প্রতিদিন নৌকা থেকে তরমুজ ঘাটে নেন।
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন চর এলাকা থেকে নৌপথে রাজধানীর বাজারে আসে এসব তরমুজ।
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন চর এলাকা থেকে নৌপথে রাজধানীর বাজারে আসে এসব তরমুজ।
কয়েক হাত হয়ে এই তরমুজ পৌঁছে যাবে ঢাকার বিভিন্ন বাজারে। তখন দামটা আরেকটু বেড়ে যাবে।
কয়েক হাত হয়ে এই তরমুজ পৌঁছে যাবে ঢাকার বিভিন্ন বাজারে। তখন দামটা আরেকটু বেড়ে যাবে।
ট্রলার থেকে তরমুজ নামাতে কাজ করেন কয়েক শ শ্রমিক।
ট্রলার থেকে তরমুজ নামাতে কাজ করেন কয়েক শ শ্রমিক।
কাজ করতে করতে ক্লান্ত শ্রমিকেরা তরমুজের নৌকাতেই একটু জিরিয়ে নেন।
কাজ করতে করতে ক্লান্ত শ্রমিকেরা তরমুজের নৌকাতেই একটু জিরিয়ে নেন।
গরমের এই মৌসুমে তরমুজ স্বস্তি দেয় রাজধানীর তৃষ্ণার্ত মানুষকে।
গরমের এই মৌসুমে তরমুজ স্বস্তি দেয় রাজধানীর তৃষ্ণার্ত মানুষকে।