গল্পের ফাঁদ পেতে প্রতারণার অভিযোগ, সাইফুলসহ গ্রেপ্তার ১৭

হাতকড়া
প্রতীকী ছবি

গল্পের ফাঁদ পেতে কোটি কোটি টাকা প্রতারণা ও জমি আত্মসাতের অভিযোগে সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থান থেকে সাইফুলের সহযোগী আরও ১৬ জনকেও অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১।

র‍্যাব বলছে, অভিযুক্ত সাইফুল ইসলাম জলবায়ু পরিবর্তনের প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রকল্প, করোনা প্রতিরোধ ও নানা প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে এক খুদে বার্তায় জানিয়েছে র‍্যাব।

আরও পড়ুন