গাইবান্ধা-৩ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে পুনঃ ঘোষিত তফসিল অনুয়ায়ী গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের দিন। যাচাই–বাছাই শেষে ওই দিন তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা হলেন আওয়ামী লীগ নেতা শাহ মো. ইয়াকুবুল আজাদ, জাতীয় পার্টির নেতা মো. মঞ্জুরুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার (অব.) মাহামুদুল হক। গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, দলীয় মনোনয়ন না থাকা ও ত্রুটিপূর্ণ কাগজপত্র জমা দেওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

গাইবান্ধা–৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী টি আই এম ফজলে রাব্বী চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা যান। তাঁর মৃত্যুতে এ আসনের নির্বাচন স্থগিত হয়ে যায়। এ কারণে ৩০ ডিসেম্বর সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখানে হয়নি।

নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বর এ আসনের পুনঃ তফসিল ঘোষণা করে। ঘোষিত পুনঃ তফসিল অনুযায়ী গত বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি এবং ভোট গ্রহণ ২৭ জানুয়ারি। তিনজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল আটজনে। প্রথম দফায় তফসিল ঘোষণার পর সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। তাঁরা হলেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির (জাপা) দিলারা খন্দকার শিল্পী, জাসদের এস এম খাদেমুল ইসলাম, এনপিপির মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত এ আসন। এখানে ১৩২টি কেন্দ্রে ১৩২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৫৭২ জন পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ জন এবং নারী ২ লাখ ১১ হাজার ১০৮ জন।