গাইবান্ধায় বজ্রপাতে ২ নারীর মৃত্যু

ফাইল ছবি
ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অপর চার নারী। শুক্রবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই নারী হলেন বলরাম গ্রামের বরীন্দ্রনাথ বর্মণের স্ত্রী কবিতা রানী বর্মণ (৩৫) ও আকালু চন্দ্র বর্মণের স্ত্রী বিষুবালা (৫০)। কবিতা রানী ঘটনাস্থলে, আর বিষুবালা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আহত নারীরা হলেন বলরাম গ্রামের পরেশ চন্দ্র বর্মণের স্ত্রী ভারতী রানী (৫০), একই গ্রামের গোপাল চন্দ্র বর্মণের স্ত্রী শোভা রানী (৫৫), মৃত ফয়জার রহমানের স্ত্রী মালেকা বেগম (৪৫) ও মৃত ইয়াছিন আলীর স্ত্রী মমতা বেগম (৪০)। তাঁরা বর্তমানে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এঁদের মধ্যে মালেকা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান বলেন, সকালে বলরাম গ্রামের ছয় নারী বাড়ির পাশে বোরো ধানের জমিতে পরিচর্যার কাজ করতে যান। কাজ করার সময় দুপুরে হঠাৎ বজ্রপাতে তাঁরা আক্রান্ত হন। এই ঘটনায় দুই নারী মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন চারজন।