গুজব ছড়ানোর অভিযোগে একটি ইউটিউব চ্যানেলের ‘পরিচালক’ গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া আবদুর রহিম ওরফে শেরপুরী
ছবি: সংগৃহীত

গুজব ছড়ানোর অভিযোগে আবদুর রহিম ওরফে শেরপুরী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে আবদুর রহিমকে বগুড়া থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

আবদুর রহিম একটি ইউটিউব চ্যানেলের ‘অন্যতম পরিচালক’ বলে জানিয়েছে সিটিটিসি।

সিটিটিসি সূত্র জানায়, সম্প্রতি দেশজুড়ে সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হেফাজত নেতাদের রিমান্ডে নির্যাতন করা হচ্ছে বলে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইউটিউব চ্যানেল থেকে মিথ্যা ও উসকানিমূলক গুজব ছড়ানো হচ্ছে। হোলি টিউব ২৪ নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের গুজব প্রচার করে আসছিলেন আবদুর রহিম।


সিটিটিসি বলছে, আবদুর রহিম তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন। এ ছাড়া তাঁর ইউটিউব চ্যানেলটিতে মিথ্যা, উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করা হচ্ছিল।

সিটিটিসির সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. নাজমুল ইসলাম আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রযুক্তির সহায়তায় জানা যায়, হোলি টিউব ২৪ চ্যানেলের পরিচালক আবদুর রহিম ও রানা মণ্ডল। তাঁরা এই চ্যানেল ব্যবহার করে মিথ্যা ও উসকানিমূলক তথ্যসহ গুজব প্রচার করে আসছিলেন। এই অভিযোগে গত ২৬ এপ্রিল গাইবান্ধার ফুটানিবাজারের স্টুডিওতে অভিযান চালিয়ে রানা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে আছেন। আর এখন গ্রেপ্তার করা হলো আবদুর রহিমকে।

গ্রেপ্তারের পর আবদুর রহিমকে ঢাকার মিন্টো রোডের সিটিটিসির কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংস্থাটির সূত্র জানায়।