গোলাম মাওলা রনির ওপর হামলার অভিযোগ

গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গোলাম মাওলা রনির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় গলাচিপা উপজেলায় উলানিয়া গ্রামে এই হামলা হয় বলে অভিযোগ করেছেন রনি নিজেই।

গোলাম মাওলা রনি মুঠোফোনে সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় উলানিয়া এলাকায় বাড়ির পাশে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে আসার সময় দুষ্কৃতকারীরা তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি নিজে ও তাঁর দুই কর্মী আহত হয়েছেন। দুষ্কৃতকারীদের ভয়ে তিনি হাসপাতালে যেতে পারছেন না বলেও দাবি করেন রনি। তিনি বলেন, ‘বিষয়টি টেলিফোনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মতিউল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁর (রনি) টেলিফোন পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ দিনেরও বেশ সময় ধরে গলাচিপা উপজেলার উলানিয়ায় নিজের বাড়িতে আছেন বিএনপি প্রার্থী গোলাম মওলা রনি। তবে নির্বাচনি প্রচারে তাঁকে দেখা যায়নি। রনির দাবি, তিনি ‘গৃহবন্দী’ অবস্থায় আছেন।