কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের রাখাইনপাড়া থেকে দুই মাদকসেবীকে আটকের পর এক মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম তাঁর কার্যালয়ে এ সাজার আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন বরইতলী এলাকার দীন মোহাম্মদের ছেলে মো. হাসান (২৭) ও হারবাং এলাকার মো. ইসমাঈলের ছেলে মো. ইলিয়াছ (২৪)।