চট্টগ্রামে এক নারীকে হত্যায় স্বামী ও সতিনের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে এক নারীকে হত্যার দায়ে তাঁর স্বামী ও সতিনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন সৈয়দ ওরফে জসিম ও তাঁর প্রথম স্ত্রী জোসনা বেগম। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক মো. মঈন উদ্দিন এ রায় দেন।

সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে বিচারক জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। জোসনাকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন।

ট্রাইব্যুনালের কৌঁসুলি আরও বলেন, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর নগরের কর্ণফুলী থানার রাস্তারপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে জিনু আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত নারীর বড় ভাই মো. রুবেল বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ জিনু আক্তারের স্বামী ও প্রথম স্ত্রীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন দুই আসামি। পরে তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।