চট্টগ্রামে কোকেন আটকের ঘটনায় অভিযোগপত্র
চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানে কোকেন শনাক্ত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান এ কথা জানান।
চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে আজ ওই অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে পাঁচজন কারাগারে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার একজন আসামি জামিনে মুক্তি পান। অপর দুজন এখনো পলাতক।
গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে তেলের চালানের একটি নমুনায় কোকেন শনাক্ত করা হয়।